মুন্সীবাজার লোকায়ত এর নববর্ষ বরণ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল, ২০১৩ ৫:২৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬৫ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে গত ১৪ এপ্রিল ১লা বৈশাখ শুভ নববর্ষ ১৪২০ বাংলা বরণ উপলক্ষে উপজেলায় এক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে স্থানীয় ভানুগাছ বাজার ঘুরে এসে উপজেলা পরিষদ ভিতরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক সুমন গোস্বামী, প্রচার সম্পাদক বিনয় দেব, সদস্য স্বপন দেবনাথ, রুমন মল্লিক, শাহজাহান মিয়া, সুমন দেবনাথ প্রমুখ।