মৌলভীবাজারে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২০ উদযাপিত হচ্ছে। সকাল ১০টায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। শোভাযাত্রায় জাতীয় পতাকা, বর-বধু, পালকি, নৌকা বাইচ ইত্যাদি স্থান পায়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এছাড়া জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, উদীচী, চারণ, সংস্কৃতি কর্মী পরিষদ, উত্তরণ খেলাঘর আসর ইত্যাদি সংগঠন ও অংশ নেয়। এদিকে নববর্ষ উপলক্ষে পৃথকভাবে বিভিন্ন সংগঠন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। নববর্ষ উপলক্ষে পৌরসভাসহ শহরের বিভিন্নস্থানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নাটক ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।