
বড়লেখা প্রতিনিধি : মৌলভী বাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ শাহাব উদ্দিন গত ৮ এপ্রিল সোমবার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার দরিদ্র লোকজনের মধ্যে ঢেউটিন বিতরন করেন। এ উপলক্ষ্যে অনুষ্টিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নজব আলী, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সুন্দও, ইউপি মেম্বার সুজিত দাস, সমাজসেবক ফয়সল আহমদ, রফিক উদ্দিন প্রমূখ। এদিকে সংসদ সদস্য আলহাজ শাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে বাংলাবাজার দূর্গা মন্ডপ ঘাট ও দ্বিতীয়ার্দি রাস্তার ইট সলিং কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন ও ইউপি মেম্বার সুজিত দাস।