বড়লেখা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহেনা

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। গত ১৫ এপ্রিল সোমবার থেকে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ১৫ এপ্রিল ব্যক্তিগত সফরে মধ্য প্রাচ্যের কাতার ও দুবাই যাচ্ছেন। গত ১১ এপ্রিল পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উপজেলা পরিষদেও চেয়ারম্যান আয়োজিত সুধী সমাবেশে তিনি ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনাকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান রাহেনা বেগম হাছনা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিযুক্তি হওয়ার সত্যতা স্বীকার করেন। ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা জানান গত ১১ এপ্রিল বৃহস্পতিবার দায়িত্ব পেলেও সাপ্তাহিক ছুটি ও সরকারী বন্ধ থাকায় সোমবার থেকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সর্বস্থরের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও জনসাধারনের সহযোগিতা কামনা করেছেন।