
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় গত ১ এপ্রিলের টর্নেডো ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ দুস্থ ৮০ পরিবারের মধ্যে গতকাল ১৪ এপ্রিল রোববার আর্থিক সাহায্য প্রদান করেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা আমিনুল ইসলাম। উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ, পূর্ব দক্ষিণভাগ, দোহালিয়া, গাংকুল ও গজভাগ গ্রামের ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ দরিদ্র ৮০ পরিবারের মধ্যে ট্র্যাভেলস ব্যবসায়ী জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির সমাজ সেবক মাষ্টার আজির উদ্দিন, ইউনিয়ন জামায়াত নেতা সাহেদুল ইসলাম সুমন প্রমূখ। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের মধ্যে ৫ হাজার টাকা প্রদান করেন। মাওলানা আমিনুল ইসলাম জানান, বিভিন্ন পত্রিকায় বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট প্রকাশিত হলে তিনি ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষের মধ্যে সাধ্যমত সাহায্য করার সিদ্ধান্ত নেন।