বড়লেখায় শিবির নেতা আহাদ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল, ২০১৩ ৫:৪৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬৪ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পুলিশ গত ১৩ এপ্রিল শনিবার বেলা দু’টায় শিবিরের সাথী আব্দুল আহাদ রুফুল (২২) কে উপজেলা চত্বর এলাকা থেকে গ্রেফতার করেছে। আব্দুল আহাদ উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামের অলিউর রহমানের ছেলে। সে বড়লেখা ডিগ্রী কলেজে স্নাতক ১ম বর্ষে ভর্তির জন্য বাড়ী থেকে কলেজের উদ্দেশ্যে রওয়ানা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। বড়লেখা থানার এসআই মাহবুবুর রহমান শিবির নেতা আব্দুল আহাদ রুফুলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২৮ ফেব্রুয়ারী কাঠালতলীর সংঘর্ষে লোকমান হোসেন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।