সিলেটে হরতাল : ককটেল বিস্ফোরণ, সিএনজি অটোরিকশা ও ট্রাক ভাঙচুর

স্টাফ রিপোর্ট : শহীদ মিনারে হামলার ঘটনায় আদালতে আত্মসমর্পণকারী বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীকে কারাগারে প্রেরণের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের ডাকা সিলেটে হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
সকাল সাড়ে ৯টার দিকে নগরীর সুবিদবাজারে একটি সিএনজি অটোরিকশা ও সাগরদিঘীরপাড়ে একটি ট্রাক ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা।নগরীর বিভিন্ন স্থানে রিকসা চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি বিএনপির কিছুসংখ্যক নেতা-কর্মীদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। নগরীর আম্বরখানা ও চৌহাট্টা পয়েন্টে সতর্ক অবস্থান রয়েছে পুলিশ। যে কোন ধরনের নাশকাতা ঠেকাতে প্রস্তুত রয়েছেন তারা।
গতকাল সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করে যুবদল ও ছাত্রদল। এদিকে ইলিয়াস আলী নিখোঁজের এক বছর পূর্তিতে এ হরতালের সময়সীমা কমিয়ে দুপুর পর্যন্ত করা হয়।
হরতালে কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। তবে সকাল ৯টার দিকে আম্বরখানা পিকেটিংয়ের সময় হরতালকারীদের ধাওয়া করে পুলিশ। বিক্ষিপ্তভাবে ২/১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সকাল ৯টার দিকে আম্বরখানা এলাকায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মিফতা সিদ্দিকী, যুবদল সভাপতি আব্দুল মান্নান ও সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান পাপলু ও সাঈদ আহমদের নেতৃত্বে পিকেটিংয়ের পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় নেতা-কর্মীরা দৌড়ে আত্নরক্ষা করেন।