মিলানে মাসিক পত্রিকা প্রবাস বার্তার শুভ সুচনা

মিলন থেকে সংবাদদাতা : অনেক দিন বন্ধ থাকার পর ইতালির মিলানে মাসিক পত্রিকা প্রবাস বার্তার শুভ সুচনা হয়েছে। রবিবার সকালে মাসিক পত্রিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম জামান এর সঞ্চালনে পত্রিকার শুভ সুচনা করেন মিলান দুতাবাসের নব নিযুক্ত কনসাল জেনারেল মো তৌহিদুল ইসলাম.তিনি তার বক্তব্যে বলেন,আপনারা যারা এই প্রবাস জীবনের কর্মময় কাজের পাশা পাশি সাহিত্য চর্চা করছেন,প্রবাসীদের সমস্যা গুলো পত্রিকার মাধ্যমে প্রকাশ করছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এর ধারাবাহিকতা বজায় রাখবেন.আমাদের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি.এই কনসুলেট আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য করা হয়েছে, আপনারা আমাদের কে সাহায্য করবেন,সহযোগিতা করবেন। আপনাদের পত্রিকার সফলতা কামনা করি। পত্রিকার শুভেচ্ছা জানান দুতাবাসের কাউন্সিলর দেওয়ান হোসেন আইয়ুব,প্রশাসনিক কর্মকর্তা মানিক রঞ্জন বড়ুয়া। বক্তব্য রাখেন মাসিক পত্রিকার সম্পাদক তুহিন মাহমুদ,পত্রিকার উপদেষ্টা আকরাম হোসেন,উপদেষ্টা কবির আহমেদ। অনুষ্টানে উপস্তিত ছিলেন কমিউনিটি নেতা নুর মো মালেখ,যুবলীগ নেতা আবাদ হোসেন, স্বদেশ বিদেশ পত্রিকার সাংবাদিক কাওসার হাওলাদার,চ্যানেল আই প্রতিনিধি নাজমুল আহসান শামিম, এনটিভি প্রতিনিধি নাজমুল হোসেন, সাংবাদিক রনি আহমেদ, মামুন প্রমুখ।
সম্পাদক বক্তৈব্যে বলেন, কিছু জটিলতার কারণে এই মাসিক পত্রিকা আমরা প্রকাশ করতে পারিনি এর জন্য ক্ষমাপ্রার্থী। তবে এখন থেকে আপনারা প্রতি মাসে এই মাসিক বার্তা পত্রিকা পেয়ে যাবেন এবং এই পত্রিকার মাধ্যমে আপনারা আপনাদের কমিউনিটি সংবাদ সহ ইতালি মিলানের যাবতীয় খবর গুলো পাবেন এই আশাবাদ ব্যক্ত করছি।