বাংলাদেশ দুতাবাস মিলানে পয়েলা বৈশাখ উদযাপিত

নাজমুল হোসেন, মিলান থেকে : এসো হে বৈশাখ এসো এসো,বৈশাখের গানের মাধ্যমে বাংলাদেশ দুতাবাস মিলান উদযাপন করলো পয়েলা বৈশাখ। ১৪ এপ্রিল সকাল ১০ টায় দুতাবাসে আয়োজিত বৈশাখের অনুষ্টানের স্বাগত বক্তৈব্য রাখেন মিলান দুতাবাসের কনসাল জেনারেল মো তৌহিদুল ইসলাম.বক্তব্য দেন দুতাবাসের কাউন্সিলর দেওয়ান হোসেন আইয়ুব,
দুতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মানিক রঞ্জন বড়ুয়ার উপস্তাপনায় সাংস্কৃতিক অনুষ্টানে পরিবেশিত হয় বৈশাখের গান, নৃত্য, গিটার ও কবিতা আবৃতি, সংগীত পরিবেশন করেন শিখর সংঘটনের শিল্পীরা ও স্তানীয় শিল্পীবৃন্দ।
দুতাবাসের এই বৈশাখী অনুষ্টানে বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী নারী পুরুষ তাদের ছেলে মেয়েদের নিয়ে অনুষ্টান উপভোগ করেন.কিন্তু দুতাবাসের জায়গা সংকুলান থাকায় অনেকেই অনুষ্টান দেখতে এসে উপভোগ করতে পারেননি.আগামীতে এই ধরনের বৈশাখের অনুষ্টান দুতাবাসে না করে বাইরে করার অনুরুধ জানান প্রবাসীরা।
বৈশাখের অনুষ্টান চলাকালে মিলান বিএনপির নেতৃবৃন্দরা বাংলাদেশের বর্তমান বিরোধী দলের প্রতি সরকারের কর্মকান্ডের রাজনৈতিক মনোভাবের প্রতিবাদে কালো ব্যজ ধারণ করে অনুষ্টানে আসেন।
সাংস্কৃতিক অনুষ্টানে সংগীতে মানিক রঞ্জন বড়ুয়া,নিলা বড়ুয়া, সুলতানা খান,সেলিনা আক্তার,নিতু,গিটার পরিবেশন করেন সুচিত্রা রোজারিও,নৃত্য পরিবেশন করে ঋতুপর্না বড়ুয়া আচল,কবিতায় কাওসার হাওলাদার প্রমুখ.
বৈশাখের অনুষ্টানে মিলান দুতাবাসের ব্যক্তিগত কর্মকর্তা জুবায়দা নাসরিন, দুতাবাসের কনসুলার এসিস্টেন্ট মো মোক্তার আহমেদ শেখ, কনসুলার স্টাফ জাকির হোসেন, আওয়ামিলিগ সংঘটনের আব্দুল হান্নান, আকরাম হুসেন, শাহাদাত হুসেন, সৈয়দ মহসিন মিলন, নাজমুল কবির জামান, নুর মো মালেখ, কবির আহমেদ, এনায়েত হুসেন রিপন মুল্লা, সিরাজ আহমেদ, আবুল হাসেম, মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম গফফার,জাকির হুসেন, রফিকুল ইসলাম জামান,তুহিন মাহমুদ, আবাদ হুসেন, বিএনপির সংঘটনের খান রুকন আহমদ, আব্দুল্লাহ আল মামুন,মো মনির হুসাইন, এমদাদ হুসেন, সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংঘটনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশী প্রবাসীদের পাশাপাশি বেশ কয়েকজন ইতালিয়ান অনুষ্টানে উপস্তিত ছিলেন।
বৈশাখের অনুষ্টানে দুতাবাসের পক্ষ থেকে আগত সকল প্রবাসীদের জন্য পান্তা ইলিশের আপ্পায়ন করানো হয়।