ঝিনাইদহে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ৫

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কালিগঞ্জে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বেজপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, হতাহতরা সবাই টোম্পোর যাত্রী। নিহতদের মধ্যে তিনজনই নারী।
পুলিশ জানায়, যশোর থেকে ঝিনাইদহগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে ঝিনাইদহ থেকে কালীগঞ্জগামী টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আরো তিনজনকে মৃত ঘোষণা করেন বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
নিহতদের মধ্যে নার্গিস আক্তার (৩২) কাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আর ফিরোজা বেগম (৩৪) রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহতদের কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।