বস্টন ও নিউইয়র্কে সিরিজ বোমা হামলা : নিহত ৩

যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথনে দৌঁড় প্রতিযোগিতায় বোমা হামলায় এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। স্থানীয় সময় সোমবার দুপুর ৩টার দিকে বোস্টন ম্যারাথনের ফিনিশিং লাইনের কাছাকাছি পর পর দুইবার এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই দর্শক। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের পর জরুরি সংবাদ সম্মেলন করে বোস্টন পুলিশের কর্মকর্তা এড ডেভিস বলেন, দুপুর দুইটা ৫০ মিনিটে বোস্টন ম্যারাথনের ফিনিশ লাইনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। দুটি বিস্ফোরণ স্থলের দূরত্ব ছিল ৫০ থেকে ১০০ মিটার। বিস্ফোরণ কোনও সন্ত্রাসী হামলার ফলাফল কিনা কিংবা কোনও ধরনের বোমার বিস্ফোরণ কিনা সে ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি বলে তিনি জানান।
এদিকে এই হামলার পরপরই এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা একে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনও তা স্পষ্ট না হলেও দায়ি ব্যক্তিদের খুঁজে বের করা হবে বলেও ঘোষণা দেন ওবামা।
অন্যদিকে এই হামলা ঘটনার পর সমগ্র বোস্টন জুড়ে কঠোর সতর্কাবস্থা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে বিমান চলাচল ও সাবওয়ে সার্ভিস।
উল্লেখ্য, সোমবার সকালে বোস্টনের এই ঐতিহ্যবাহী ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে প্রায় ২৭ হাজার দৌড়বিদ অংশ নেন।