হামলাকারীকে কাঠগড়ায় দাঁড়াতে হবে: ওবামা

যুক্তরাষ্টের বস্টনে ম্যারাথনে বোমা হামলাকারীদের সনাক্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রত্যয় জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ জোড়া বিস্ফোরণকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে হোয়াইট হাউজের এক মুখপাত্র জানিয়েছেন।
স্থানীয় সময় সোমবার বেলা পৌনে ৩টার দিকে বয়েলস্টন স্ট্রিটে দৌঁড় প্রতিযোগিতার ‘ফিনিশিং লাইনের’ কাছাকাছি পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত তিন জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
এর পরপর টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমরা এখনো জানি না কারা এটা করেছে, কেন করেছে। প্রকৃত ঘটনা বের না হওয়া পর্যন্ত কারো কোনো সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না।”
“তবে কোনো ধরনের ছাড় না দিয়ে আমরা এ ঘটনার পুরোটা বের করে ছাড়বো এবং বের করবো- কারা এটা করেছে, কেন তারা এটা করেছে। যারাই এ হামলা চালিয়ে থাক, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।”
ওবামা এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত না করে প্রকৃত ঘটনা বের করার ওপর গুরুত্ব দিয়েছেন। তবে হোয়াইট হাউজের কর্মকর্তা বলেছেন, বস্টনে যেভাবে একাধিক বিস্ফোরণ ঘটেছে তাতে বোঝা যাচ্ছে, “এটা স্পষ্ট সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসী হামলা বিবেচনা করেই আমরা সামনের দিকে এগোবো।”
“অবশ্য কারা এ হামলা চালিয়েছে আমরা এখনো তা জানি না এবং যথাযথ তদন্তের মাধ্যমে আমাদের বের করতে হবে, দেশি না বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে কি না।”
প্রেসিডেন্ট ওবামা ঘটনার পরপরই বস্টনের মেয়র টম মেনিনো এবং ম্যাসাচুসেটসের গভর্নর ডেভাল প্যাট্রিককে ফোন করে সর্বত্মক সহায়তার আশ্বাস দেন। বিষয়টি নিয়ে এফবিআইয়ের পরিচালক বব মুয়েলার ও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জ্যানেট ন্যাপোলিটানোর সঙ্গে কথা বলেন তিনি।
“কারা এটা করেছে আমরা তাদের বের করবো এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো,” বলেন ওবামা।
ধৈর্য্য ও পরস্পরের প্রতি সহানুভূতির সঙ্গে পরিস্থিতি সামলে নিতে বস্টনের অধিবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।