বিকালে ১৮দলীয় জোটের জরুরি বৈঠক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল, ২০১৩ ৬:১৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৬৫ বার পঠিত

বিকালে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে । বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকাল সাড়ে ৩টায় এ বৈঠক শুরু হবে । বিএনপির পক্ষ থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকে সভাপতিত্ব করবেন বলে চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংস সূত্রে জানানো হয়েছে ।
জোটের বৈঠকের পর গাজীপুর জেলা বিএনপি ও শ্রমিক দলের নেতাদের সঙ্গেও খন্দকার মোশাররফ হোসেন বৈঠক করবেন বলে জানা গেছে।