বার্মিংহামে বাংলা বর্ষবরণ

এস রহমান মামুন:: দেশে বিদেশে সর্বত্রই বাঙালীরা প্রাণের উচ্ছ্বাসে,হৃদয় গহ্বরের সকল মমতা আর ভালোবাসা দিয়ে বরণ করে বাংলা নববর্ষকে। বার্মিংহামের বাঙালীরাও এর ব্যতিক্রম নয়। তারা নতুন বছর পুরোটার শ্বাশত-সুন্দর আর শান্তি কামনায় আকাশে সাদা-শুভ্র বেলুন উড়িয়ে বরণ করলো বাংলা নববর্ষকে। ১৪ এপ্রিল রোববার সকালে বার্মিংহামের বিভিন্ন বাঙালী রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবার একটু ভিন্নভাবে উদযাপন করেন বাংলা নববর্ষ ১৪২০ কে। বার্মিংহাম ইয়ং লেবার ফ্যেন্ডস অফ বাংলাদেশী’র আমন্ত্রণে বর্ষবরণে দল-মত ভুলে সকল জরা জীর্ণতা আর পুরাতনকে পেছনে ফেলে নব উদ্যোমে নব প্রত্যয়ে সকলে জড়ো হোন বার্মিংহাম কভেন্ট্রি রোডের কুদ্দুসি সুপার মার্কেটের উপড় তলায় সাংবাদিক রাজু আহমেদের বাসার ছাদে। তারা খোলা আঁকাশের নীচে দাঁড়িয়ে বৈশাখের গান গেয়ে গেয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে একটি সুন্দর সমৃদ্ধিশালী সংঘাতহীন বাংলাদেশ কামনা করেন। এসময় চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাঙালী কাউন্সিলর নওয়াজ আলী,ইয়ং লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশী’র সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি জয়নাল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সবশেষে আগত সকলকে বার্মিংহাম ইয়ং লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশী’র পক্ষ থেকে বাঙালীর প্রিয় খাবার পান্তাভাত-ইলিশ আর শুটকী ও আলু ভর্তা দিয়ে আপ্যায়ন করানো হয়। বর্ষবরণে বাঙালী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের সভাপতি তারকা চন্দ্র চন্দ,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ ও কোষাধ্যক্ষ চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আলহাজ্ব এ এই্চ এম আশরাফ আহমেদ,বাংলা কাগজের রাজু আহমেদ ও মিজান রেজা চৌধুরী,বাংলা টিভির প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,একটু অন্যরকমের নাসির আহমেদ ও জুবেদ আহমেদ,হলি মক্কা ট্যুরস বার্মিংহামের ম্যানাজার আব্দুল মতিন,একতারা কালচারাল গ্রুপের সভাপতি মোস্তফা কামাল বাবলু,নাট্যকার ও অভিনেতা তারেক চৌধুরী,বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক কলামিষ্ট শেবুল চৌধুরী,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি
কামাল আহমেদ,সন্ধানী আর্ট এন্ড কালচারাল গ্রুপের সহ-সভাপতি ও এটিএন বাংলা বার্মিংহাম প্রতিনিধি আজিজুর রহমান হীরণ,বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,আওয়ামীলীগ নেতা সাদেক মিয়া সামসুল,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাফিজ খান,বার্মিংহাম জাতীয় র্পাটির সাধারণ সম্পাদক ও জাতীয় দিবস উদযাপন পরিষদ বার্মিংহামের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বার্মিংহাম শাখার সাধারন সম্পাদক ও গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সালেহ আহমেদ,জাতীয় জনতা পার্টি যুক্তরাজ্যের সভাপতি আলহাজ্ব আলী ঈসমাইল,বার্মিংহাম যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুয়েজ, মিডল্যান্ডস ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম প্রমূখ।