সাংবাদিকদের উপর ইতালী বিএনপির হামলা

নাজমুল হোসেন, মিলান থেকে : ইতালীর রাজধানী রোমের বাংলা টাউন তরপিনাতারায় ইতালী বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল আলম-এর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতা কর্মীদের হামলার শিকার হয়েছে রোমে প্রবাসী বিভিন্ন প্রিন্ট এবং টিভি মিডিয়ার ২৩ জন সংবাদ কর্মী। ১৫ এপ্রিল স্থানীয় তরপিনাতারার স্পাইস অব ইন্ডিয়া রেষ্টুরেন্টে বাংলা প্রেস ক্লাব ইতালী এবং ইতালী প্রবাসী সাংবাদিক সমিতির আয়োজিত যৌথ প্রেস ব্রিফিং এর শেষের দিকে অর্তকিত এই হামলা চালানো হয়। আক্রমনে সাংবাদিক বিটু মজুমদারসহ বেশ কয়েক জন সাংবাদিক আহত হয় এবং কয়েকজন সাংবাদিককে অবরুদ্ধ করা হয়। বাংলা ফিল্মি স্টাইলে এই হামলার নেতৃত্ব দিয়ে ইতালী বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় রেস্টুরেন্টের আশেপাশে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের পাশে দাড়িয়ে হামলা থেকে নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেণ। পরে প্রায় ১৫ গাড়ি ইতালীয়ান পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এসময় হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। এই ঘটনাকে নিয়ে তোলপাড় উঠেছে ইউরোপে কর্মরত সাংবাদিক সমাজে। লন্ডন বাংলা প্রেস ক্লাব, ইউকে বাংলা প্রেস ক্লাব, বার্মিংহাম প্রেস ক্লাব, ইউরোপিয়ান প্রেস ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।