ইরানে ৪০ বছরের মধ্যে ভয়াবহ ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট : শক্তিশালী ভূমিকম্পে ইরান ও পাকিস্তানে ৭৯ জন নিহত হয়েছে। এ ভূমিকম্পে ইরানে ৪৫ জন এবং পাকিস্তানে ৩৪ জন নিহত হয়েছে। এ ভূমিকম্প আফগানিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব এবং উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলেছে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। ইরানের প্রত্যন্ত সিস্তান বালুচিস্তান প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিলো পাকিস্তান সীমান্তের কাছে ইরানের খাশ শহর থেকে প্রায় ৫৩ মাইল দূরে। রাজধানী তেহরান থেকে বিবিসির একজন সংবাদদাতা বলছেন, ইরানে গত ৪০ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পের আঘাত মধ্যপ্রাচ্য জুড়ে অনুভূত হয়েছে। টের পাওয়া গেছে পাকিস্তানের করাচি ও কোয়েটা শহরে। এমনকি ভারতের রাজধানী দিল্লীতেও। সেখানেও বড় বড় ভবনগুলো এই ভূমিকম্পে কেঁপে ওঠে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে যে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। তবে একজন সরকারি কর্মকর্তা বলছেন, নিহতের সংখ্যা একশোরও বেশি। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। যেখানে ভূমিকম্প আঘাত হেনেছে সেই এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন অংশে হতাহতের ঘটনা ঘটেছে। কেবলমাত্র ওয়াশুক জেলায় ৮০ জন আহত হয়েছে। কয়েকশ ঘরবাড়ি ভেঙ্গে গেছে। বেশ কয়েক ডজন দোকান ও ভবন ধ্বংস হয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর ২টি হেলিকপ্টার চিকিৎসক দল ও ত্রাণ সামগ্রী নিয়ে মাশকেল এলাকায় পৌঁছেছে। এখানে জওয়ানরা ত্রাণ ও উদ্ধার কাজে ব্যস্ত রয়েছে। ভূমিকম্প পাকিস্তানের কোয়েটা, পিশিন, কিল্লা আব্দুল্লাহ, চাঘি, সিবি, জাফরাবাদ, করাচি, হায়দরাবাদ, বাদিন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে অনুভূত হয়েছে।