খালেদা জিয়ার সঙ্গে ৯ মুসলিম দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বুধবার
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল, ২০১৩ ৫:২৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৬১১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ৯টি মুসলিম দেশের রাষ্ট্রদূতরা বুধবার দেখা করবেন বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেখা তারা দেখা করবেন বলে চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দীন দীদার জানিয়েছেন।
যে দেশের রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন সে দেশগুলো হচ্ছে- প্যালেস্টাইন, সৌদি আরব, মিশর, ইরাক, কুয়েত, লিবিয়া, মরক্কো, কাতার ও সংযুক্ত আরব আমিরাত।
দেশের বিরাজমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একযোগে ৯টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করে বলে সূত্র জানিয়েছে।