মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের মাইলফলক :আশরাফ

ডেস্ক রিপোর্ট : সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের আগে আলোচনার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান হবে। বিরোধী দল ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বিরত থেকে আলোচনার জন্য যেন উপযুক্ত পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। কারণ গ্রহণযোগ্য নির্বাচনই জাতির একমাত্র প্রত্যাশা।”
সৈয়দ আশরাফ বলেন, “গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে, আজকের দিনে এমনটিই প্রত্যাশা। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের মানুষ তাদের পছন্দের সরকার নির্বাচিত করবেন।”
বিএনপির হরতাল প্রত্যাহার প্রসঙ্গে আশরাফ বলেন, “যদিও হরতাল গণতান্ত্রিক অধিকার, কিন্তু হরতাল দেশের মানুষকে অতিষ্ট করে তুলেছে। বিরোধী দল এটা বুঝতে পেরেছে। তাই তারা হরতাল দিয়ে জনসমর্থন নষ্ট করতে চান না। তারা বাস্তবমুখী হয়েছেন।”
মুজিবনগর সরকার সর্ম্পকে তিনি বলেন, “মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের মাইলফলক। বাংলাদেশের জন্য মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম।”
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।