রাজনগরে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দ গ্রেফতারের ঘটনায় সংগঠনের নিন্দা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারপাড়া এলাকায় বৈশাখী অনুষ্ঠানস্থল থেকে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দকে গ্রেফতারের ঘটনায় সংগঠনের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এক প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ জানান, খারপাড়া ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ ফোরামের উদো্যগে গত ১৪ এপ্রিল নববর্ষ উপলক্ষে ইসলামী সংগীত প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠারে আয়োজন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ পাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা শুরম্ন হলে রাত ১১ টায় হঠাৎ করে অনুষ্ঠানস্থলে পুলিশ প্রশাসন ঢুকে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেয়। পরে সাংস্কৃতিক কর্মীরা মৌলভীবাজারে ফেরার পথে পুলিশ ৭ নেতৃবৃন্দকে রাস্তা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন শাহীন ইকবাল, ওমর ফারুক টিপু, তরিকুল ইসলাম, নুরম্নজ্জামান, দেওয়ান মোয়াজ চৌধুরী, জামি এবং আব্দুস সালাম। গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক জুনেদ আহমদ ফাহিম।