ছাত্রশিবির মৌলভীবাজার জেলার (পূর্বাঞ্চল) বাছাইকৃত সাথীদের নিয়ে দিন ব্যাপি শিক্ষা বৈঠক
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল, ২০১৩ ৫:৪৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৩৭ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলার পূর্বাঞ্চলের বাছাইকৃত সাথীদের নিয়ে গতকাল ১৬ এপ্রিল স্থানীয় কার্যালয়ে শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা সভাপতি দেলোওয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী আল মাহমুদ এর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক বদিউল আলম ,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আমিনুল ইসলাম,সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন, মৌলভীবাজার শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, সিলেট জেলা পশ্চিম সভাপতি মু মাসুক আহমদ,জুড়ী উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুলর রহমান প্রমুখ।