মৌলভীবাজারের সাত উপজেলা ৩৭ ঘন্টা বিদ্যুতহীন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের সাত উপজেলা প্রায় ৪০ ঘন্টা বিদ্যুতহীন ছিল। সোমবার সকাল ১০ টা থেকে মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত প্রায় ৩৭ ঘন্টা বিদ্যুতহীন ছিল। প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে জেলার কুলাউড়া পুরো ২দিন থেকে অন্ধকারে রয়েছে। জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর ৩৭ ঘন্টা বিদ্যুতহীন ছিল। বুধবার রাত ১০টা থেকে বিদ্যুত সরবরাহ করা হয়। এর মধ্যে বেশ কয়েকবার বিদ্যুতের ভেল্কিবাজি চলে। অনেক স্থানে বিদ্যুতের বার বার আসা-যাওয়ার খেলায় বৈদ্যুতিক যন্ত্রপাতির ড়্গতি হয়েছে বলে জানা গেছে। এই ৩৭ ঘন্টা জেলার সবক’টি উপজেলায় ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। এ ব্যাপারে সাত উপজেলার পল্লী বিদ্যুত ও পিডিবির কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এগুলো মেরামত করে লাইন চালু করতে সময় লেগেছে।