কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে গলায় ফাঁস লাগিয়ে যুবতীর আত্মহত্যা
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে এক চা শ্রমিক কন্যা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
জানা যায়, গত ১৫ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার মিরতিংগা চা বাগানের ৬নং সেকশনের আলকী টিলায় অর্জুন উড়াং এর যুবতী মেয়ে বাসন্তী উড়াং (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অর্জুন উড়াং বলেন, ১৪ এপ্রিল রোববার রাতে পাশের একটি নাচঘরে গান দেখতে যায়। রাতে মেয়েটি বাড়ি ফিরেনি। পরদিন সকালে নাচঘর থেকে কিছু দূরে গাছের সাথে পড়নের উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, মেয়েটি কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নীহার রঞ্জন নাথ বলেন, সোমবার দুপুরে মেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে মেয়েটি মানসিক ভাবে ভারসাম্য ছিল। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।