বৃটেনের নিউপোর্ট আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

বৃটেন থেকে শাহ মো: শফি: যুক্তরাজ্য আওয়ামীলীগ নিউপোর্ট শাখার উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে কুহিনূরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি কমিউনিটি লিডার শেখ মো: তাহির উল্ল্যাহর সভাপতিত্বে ও নিউপোর্ট আওয়ামীলীগের সেক্রেটারী আব্দুল হান্নানের পরিচালনায় ১৭ই এপ্রিলের মুজিবনগর দিবনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য, ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকে ক্যাম্পেইনের কনভেনার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস ও প্রধান বক্তা ছিলেন ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালিক।
সভার শুরুতেই বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুজিবনগর সরকারের নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ ও সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনহার মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ৭১’এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাফ, ওয়েলস যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, প্রজন্ম ৭১ এর সভাপতি বেলায়েত হোসেন খাঁন, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান মুহিব, যুবনেতা ফখরুল ইসলাম, নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো: শফি কাদির, ভারপ্রাপ্ত সেক্রেটারী রুহুল আমিন, মুজিবুর রহমান, নোমান চৌধুরী, আবুল কালাম মুমিন, এম এ রউফ, শেখ মো: আনোয়ার, জিলু মিয়া, মনসুর মিয়া, বাহাউদ্দিন পাপলু, আলমগীর আলম, আনহার মিয়া, নজরুল ইসলাম, শেখ এম এ সালাম, গিয়াস উদ্দিন, মোসাদ্দেক আহমদ, জয়নাল হোসেন, আবুল কালাম, জহির আলী, আব্দুল কাইয়ুম প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ই্ন ইউকে ক্যাম্পেইনের কনভেনার ওয়েলস আওয়ামীলীগ লিডার মনসুর আহমদ মকিস বলেন ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙ্গালী জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন, ১৯৭১ সালের এই দিনে আম্রকাননে জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষিত ও নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষ্যে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর প্রথক সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে বলে উল্লেখ করে বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার গঠন বাঙ্গালীদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরব গাথা বলে জাতির আজীবন স্মরণ করবে।
প্রধান বক্তা ওয়েলস আওয়ামীলীগ সেক্রেটারী এম এ মালিক জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবী জানান।
সভাপতির বক্তব্যে নিউপোর্ট আওয়ামীলীগ সভাপতি শেখ মো: তাহির উল্ল্যাহ বলেন, মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জনগণ কর্তৃক নির্বাচিত সংসদের নেতৃত্বে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙ্গালীদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেছে।