পদ্মায় দুর্নীতি : ১০ বছরের জন্য নিষিদ্ধ এসএনসি-লাভালিন

ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় কানাডার প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি লাভালিন ও এর অধীন শতাধিক প্রতিষ্ঠানকে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশেও প্রতিষ্ঠানটির দুর্নীতি খতিয়ে দেখছে বিশ্বব্যাংক।
বুধবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে পদ্মা সেতু ছাড়াও এসএনসি লাভালিনের বিরুদ্ধে কম্বোডিয়ায় বিশ্বব্যাংকের অর্থায়নে একটি গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাংকের এই ঘোষণা প্রতিষ্ঠানটির সঙ্গে পদ্মা সেতু দুর্নীতি বিষয়ে আলোচনার একটি অংশ। তবে প্রতিষ্ঠানটি তাদের আচরণ সংশোধন করলে আট বছর পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
এ বিষয়ে বিশ্বব্যংকের ভাইস প্রেসিডেন্ট লিওনার্ড ম্যাকার্থি এই নিষেধাজ্ঞাকে বৈশ্বিক দুর্নীতির বিরুদ্ধে একটি সমষ্টিগত ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন।
পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশকে ১২০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছিল বিশ্বব্যাংক। কানাডার প্রতিষ্ঠান এসএনসি লাভালিন এ প্রকল্পে দুর্নীতি পরিকল্পনার অভিযোগে গত জুনে বিশ্বব্যাংক তাদের প্রতিশ্রুত ১২০ কোটি ডলার ঋণ প্রত্যাহার করে নেয়। এর অভিযোগে ওই সময় কোম্পানিটির দুই কর্মকর্তা রমেশ শীল ও মোহাম্মদ ইসমাইলকে ঘুষ লেনদেনের জন্য কানাডায় বিচারের সম্মুখীন করা হয়।