ফটিকছড়িতে ছাত্রলীগের নেতাকর্মী হত্যার প্রতিবাদে বড়লেখায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বড়লেখা প্রতিনিধি : ফটিকছড়িতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী হত্যার প্রতিবাদে গত সোমবার বড়লেখা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক বড়লেখা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছলেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, ফরহাদ আহমদ, সুমন আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপন, উপজেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ। আরো বক্তব্য রাখেন রিফাত আহমদ, গৌছ উদ্দিন, শাহিনুল ইসলাম, শামীম আহমদ, রিমন আহমদ, পৌর ছাত্রলীগ নেতা আবির হোসেন, ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, সম্পাদক আব্দুর রব বাবু, সদর ইউপি ছাত্রলীগের সম্পাদক মাসুদুর রহমান, সুজানগর ইউপি ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহমদ, সম্পাদক ফয়ছল আহমদ, দক্ষিণভাগ ইউপি ছাত্রলীগের সভাপতি খায়রম্নল ইসলাম, দাসেরবাজার ইউপি ছাত্রলীগের সভাপতি শ্যামল কান্ত দাস, সম্পাদক জাকির হোসেন, টেকনিক্যাল কলেজ সভাপতি সাহান আহমদ প্রমুখ।