কুলাউড়ায় নববর্ষে এপেক্স ক্লাবের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা

কুলাউড়া প্রতিনিধি : এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে ১২ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় কুলাউড়া শহরের বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা। প্রায় দেড় শতাধিক শিশু কিশোরদের অংশগ্রহন করেছিলো এই চিত্রাংকন প্রতিযোগিতায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সভাপতি এপেঃ শহীদুল ইসলাম তনয়। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ এএফএম ফৌজি চৌধুরী, জিয়ন কাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহীম খলিল, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক এপেঃ শাহিন আহমদ। আর পুরো অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের যে সদস্যরা নিরলস পরিশ্রম করে অনুষ্ঠানকে সম্পন্ন করেছেন তারা হলেন এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, এপেঃ প্রভাষক আব্দুল আহাদ সুমন, এপেঃ সামাদ আজাদ চঞ্চল, এপেঃ তকলিফুল ইসলাম, এপেঃ মিঠুন চক্রবর্তী প্রমুখ।