কুলাউড়ায় বন্ধুসভার বাংলা বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার আয়োজনে বাংলা নববর্ষ ১৪২০ যথাযথ মর্যাদায় বর্ষবরণ উদযাপন করা হয়। ১৪ এপ্রিল রোববার বিকেলে কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্টিত হয়। কুলাউড়া বন্ধুসভার সভাপতি এ এফ এম ফৌজি চৌধুরীর সভাপতিত্বে ও কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা শহীদুল ইসলাম তনয় এবং সাধারন সম্পাদক তকলিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন নিপু, কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ’র সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহীম খলিল, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, দৈনিক প্রথম আলোর জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, কুলাউড়া বন্ধুসভার সাবেক সভাপতি ডাঃ হেমন্ত চন্দ্র পাল।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক জয়নাল আবেদীন, মীরা ভট্রাচার্য্য, সৃসাস সভাপতি এ কে এম জাবের, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, শেড অব নেচারের সাধারন সম্পাদক সিরাজুল আলম জুবেল প্রমুখ।
অনুষ্টানে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় ৫টি বিভাগে ৩ জন করে সেরা ১৫ জনসহ ৩৫ জন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫টি বিভাগে ৩ জন করে সেরা ১৫ জনসহ ৫০ জনকে পুরস্কৃত করা হয়। প্রধান ও বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বন্ধুসভার সাবেক সকল সভাপতি ও সম্পাদকসহ অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্টানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বন্ধুসভার সদস্য প্রভাষক আব্দুল আহাদ সুমন, আব্দুস সামাদ আজাদ চঞ্চল, সুরমান আহমদ, মাহবুব হোসেন মাসুম, সামছুল আলম সজিব, কাওছার সাব্বির, হারুনুর রশীদ, নুরুল ইসলাম কালাম, ইমরান উদ্দিন শিপলু, মোঃ আহাদ, কামরুজ্জামান, অপু, রাজু, মুন্নি, ফাতেমা ও মোয়াজ।