কুলাউড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা সভা কক্ষে ইউএনও মোঃ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা অফিসার যত্রাক্রমে মোঃ আনোয়ার ও শরীফ উল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসিনা ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, উপজেলা জাপা সভাপতি এম লুৎফুল হক, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, জাসদ উপজেলা সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, মৎস্য কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ছকাপন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালিক, জালালাবাদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, মতছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছরুক, মনসুর মোহাম্মদীয়া মাদ্রাসার অধ্যক্ষ জালাল আহমদ খান, দিলদার পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মুক্তি যোদ্ধাকমান্ডার (ভারপ্রাপ্ত) সুশীল চন্দ্র দে, বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক ফজলু, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কমল রতন শাহা, সমাজসেবা অফিসার জাহানারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হাই খান, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর প্রমুখ। বক্তরা ঐতিহাসিক মুজিবনগর দিবস, মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার প্রকৃত ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে স্কুল, মাদ্রাসা, কলেজের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান। সভা শেষে উপজেলা পরিষদ সম্মুখ থেকে একটি র্যালী বের করা হয়।