কুলাউড়ায় আলোকিত প্রজন্মের সাইন্স ফেয়ার অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি : আলোকিত প্রজন্ম সাইন্স সোসাইটি কুলাউড়ার এর আয়োজনে গত ১২ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় সাইন্স ফেয়ার ২০১৩ বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল সকাল সাড়ে ১০টায় পরীক্ষা বেসিক ম্যাথ এবং ফিজিক্স, সাড়ে ১১টায় প্রশ্নপত্র সমাধান, বিকাল আড়াইটায় প্রশ্নোত্তর পর্ব, বিকাল ৩টায় কুইজ ও প্রজেক্ট পরিদর্শন এবং সন্ধ্যা ৬টায় ফলাফল। সাইন্স ফেয়ার পরিদর্শন করেন বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী, ডি.ই.এ’র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, লংলা কলেজের ভাইস প্রিন্সিপাল আতাউর রহমান, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল খান, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ সুলতানা হ্যাপী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুব হোসাইন মাসুম, সাংবাদিক তারেক হাসান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন হেড অর্গানাইজার মোঃ হিসামুজ্জামান, এসিস্ট্যান্ট হেড অর্গানাইজার মোঃ ওয়াহিদ আহমদ শিপু, হেড এক্সামিনার তানভীর রহমান, সদস্য জাকারিয়া, তোফায়েল, নাছিম, রবিন ও স্বেচ্ছাসেবক পলাশ।