নতুন বিদ্যুৎ লাইন স্থাপনে কমলগঞ্জের ভানুবিল গ্রামে আনন্দের বন্যা
এম. মছব্বির আলী : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে ঐতিহাসিক কৃষক আন্দোলনের খ্যাত ভানুবিল গ্রামে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপির বিশেষ বরাদ্দের মাধ্যমে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের সংবাদে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। স্থানীয় বাসিন্দা আদমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাজী মোঃ জয়নাল আবেদীন জানান, ঐতিহাসিক ভানুবিল গ্রামটি দীর্ঘ ২৮ বছর যাবৎ আধুনিক যুগের সংস্পর্শ লাভ করতে পারেনি। সমপ্রতি বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপের বিশেষ বরাদ্দের মাধ্যমে এই গ্রামে ১.৮ কিলোমিটার নতুন বৈদ্যুতিক লাইনের কাজ শুরু হয়েছে। এতে এলাকার শতাধিক লোক বিদ্যুৎ সুবিধার আওতায় চলে আসবে। এলাকাবাসী এজন্য চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি’কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপির নেতৃত্বে ঐতিহাসিক ভানুবিল গ্রামের বাকি অংশটুকুও বিদ্যুতায়িত হবে। মৌলভীবাজার পলী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এস, এম হাসনাত হাসান বলেন, ১৯৮৫ সালের ১লা জানুয়ারি কমলগঞ্জ উপজেলায় পলী বিদ্যুতের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ২৮ বছর পর চিফ হুইপ মহোদয়ের প্রচেষ্টায় ভানুবিল গ্রামে নতুন বৈদ্যুতিক লাইন নির্ম্মাণের কাজ চলছে।