জুড়ীতে ড্রাম বিস্ফোরণে পা উড়ে গেল শ্রমিকের
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল, ২০১৩ ৬:৫৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫২২ বার পঠিত
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গীরাই চৌমুহনীতে ওয়ার্কশপে ওয়েল্ডিং এর কাজ করার সময় বিস্ফোরণে পা উড়ে গেছে শ্রমিক আব্দুল করিমের। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আব্দুল মতিনের পুত্র আব্দুল করিম (২৩) জাঙ্গীরাই এলাকায় মনির মিয়ার ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করেন। ঘটনার সময় আব্দুল করিম গ্যাস দিয়ে একটি ড্রাম কাটার কাজ করছিলেন। হঠাৎ করে বিকট শব্দে ড্রামটির বিস্ফোরণ ঘটে। এতে করিমের বাম পায়ের হাটুর নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। সাথে সাথে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয় এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।