কমলগঞ্জে চা শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল, ২০১৩ ৭:০১ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪২ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বাসন্তী উরাং (১৮) নামের এক চা শ্রমিকের ড়্গতবিড়্গত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে মিরতিংগা চা বাগানের শ্রমিক। তার পিতার নাম অর্জুন উরাং। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে চা বাগানের ৬ নম্বর সেকশন এলাকায় ফেলে রাখে। বুধবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নীহার রঞ্জন নাথ জানান, ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।