জুড়ীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে অন্ত:স্বত্তা গৃহবধূর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল, ২০১৩ ৭:০২ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৭ বার পঠিত
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের শিমুলতলা গ্রামে বুধবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রেহানা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম কামাল মিয়া। ওই গৃহবধূ চার মাসের অন্ত:স্বত্তা ছিলেন। থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ঝড়ো বাতাসে খুঁটি থেকে বিদ্যুতের লাইন ছিঁড়ে রেহানাদের ঘরের বেড়ার টিনে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি টের পাননি। বুধবার সকাল আটটার দিকে বেড়া ঠিক করতে গেলে রেহানা বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।