রোমে বাংলাদেশি শিল্পীর প্রদর্শনী

নাজমুল হসেন, মিলান থেকে : বয়ন করা চিত্র (বয়নচিত্র) আর তন্তু দিয়ে বানানো ভাস্কর্য (তন্তু ভাস্কর্য) নিয়ে ইতালির রাজধানী রোমে চলছে বাংলাদেশি শিল্পী শফিকুল কবির চন্দনের একক প্রদর্শনী। রোমের ঐতিহ্যবাহী আর্ট সেন্টার গ্যালেরিয়া ল্যাভাতইও কনতুমাচিয়ালেতে ‘কবিরের গেরো, রোমে বাংলার মসলিনের উত্তরাধিকার’ শীর্ষক এই প্রদর্শনী গত ৬ এপ্রিল শুরু হয়েছে। শেষ হবে ২০ এপ্রিল। এতে ৪০টির মতো বয়নচিত্র ও তন্তু ভাস্কর্য স্থান পেয়েছে।
শফিকুল কবির চন্দন ছবি আঁকেন পাট, সুতা, খড়, বিচালি, রেশম, পশম, উল, শণ, হোগলা, চামড়া ইত্যাদি দিয়ে। তাই বলা যায়, তিনি ছবি আঁকেন না, ছবি বোনেন। নির্মাণ করেন তন্তু ভাস্কর্য। ছাত্রজীবনেই এশিয়ান আর্ট বিয়েন্নাল, ন্যাশনাল আর্ট এক্সিবিশনে চন্দনের শিল্পকর্ম স্থান পায়। শিল্পী বর্তমানে প্রবাসী। ইতালির শিল্পপ্রেমী, শিল্প সমালোচক বা শিল্প ব্যবসায়ীদের কাছে চন্দন প্রিয়মুখ।
এক সময় মসলিনের প্রধানতম ক্রেতা ছিল রোমানরা। সেই রোমে উপস্থাপিত হচ্ছে এই প্রথম কোনো বাংলার টেক্সটাইল আর্টিস্টের শিল্পকর্ম।
চন্দনের নবম একক বয়ন চিত্রকলা প্রদর্শনী সম্পর্কে আর্ট সেন্টারটির কিউরেটর ও ইতালির শিল্প-সমালোচক মানুয়েলা দে লেওনার্দিস এক ই-মেইলে জানান, ‘কী করে একজন শিল্পী সুতায় তাঁর কণ্ঠের ভাষা বোনেন, তা সত্যিই আমাকে আপ্লুত করে। এসব কারণে শফিকুল কবির চন্দনের শিল্পের প্রতি আমার আগ্রহ। বিশেষ করে ক্যালিগ্রাফিক ফর্ম তাঁর শিল্পকর্মের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।’