দুবাইয়ে একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক রিপোর্ট : একুশে টেলিভিশনের ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দর্যালী ও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। একুশে টেলিভিশনের সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের পরিচালনায় কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনর্সাল জেনারেল মোহাম্মদ আবু জাফর। আনন্দঘন এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন
শ্রেণীপোশাকের মানুষের পাশাপাশি স্বপরিবারে অনেকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে বাংলাদেশীদের এক আনন্দ মেলায়। অনুষ্ঠানে আগত সকলকেই একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল আবু জাফর বলেন, একুশে টিভি যেভাবে জনপ্রিয়তা অর্জন করে দর্শক নন্দিত হয়েছে আগামীতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।