মিলানের মনচায় জাকজমকপূর্ণ বর্ষবরণ অনুষ্টান

নাজমুল হোসেন, মিলন থেকে : বৈশাখের সাজে প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয় মনচার বর্ষবরণ অনুষ্টান। বৈশাখী মেলায় বাংলাদেশ থেকে আগত নায়ক ইলিয়াস কাঞ্চন ও লন্ডন থেকে সুজানা ছিলেন এই বৈশাখী অনুষ্টানের মূল আকর্ষণ। তাদের উপস্থিতি মনচার প্রবাসীদের বর্ষবরণ কে করেছে জাকজমকপূর্ণ। ১৪ এপ্রিল সকাল থেকে মনচায় বৈশাখী মেলায় স্টলে পান্তা ইলিশ,আলু বর্তা,শুটকি বর্তা,বাহারি খাবারের সমাহার নিয়ে বসেছিলেন প্রবাসীরা। বৈশাখী সাজে ও মেলায় প্রবাসীদের উপস্তিতে মেলা প্রাঙ্গন হয়ে উঠে আনন্দমুখুর। বাংলাদেশীদের এই মেলা উপভোগ করতে বর্ষবরণ অনুষ্টানে অনেক ইতালিয়ানরা আসেন। মেলা প্রাঙ্গনে নায়ক ইলিয়াস কাঞ্চনের আগমনে উত্সুখ প্রবাসীরা তাকে বরণ করে নেন।
শাহ আমানত উল্লাহ রাজুর সঞ্চালনে মনচা সেন্টার ক্লাবের সভাপতি শাফায়েত হোসেনের সভাপতিত্বে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্টানে নৃত্য, গান, জাদু ব্যন্ড দলের পাশাপাশি চলে বৈশাখের শুভেচ্ছা বিনিময়। ব্ক্তব্য দেন মনচা প্রভিন্চের মেয়র রবার্তো স্কানাগাত্তি.বাংলাদেশ সমিতির সভাপতি বেলাল হোসেন।
সাংস্কৃতিক অনুষ্টানে নৃত্য পরিবেশন করে স্তানীয় শিশু শিল্পীরা,ইতালির রোম থেকে আগত নৃত্য শিল্পী রাদিয়া,সংগীত পরিবেশন করে স্তানীয় শিল্পীরা ও রোম থেকে আগত মোহনা, ইতালির ভিসেন্জা থেকে আগত ব্যন্ড দল। জাদু দেখান মহিউদ্দিন। সংগীতের মূল আকর্ষণ ছিলেন লন্ডন থেকে আমন্ত্রিত শিল্পী সুজানা। সুজানার গান প্রবাসী দর্শকদের ব্যপক আনন্দিত করেছে।
সাংস্কৃতিক অনুষ্টান শেষে নায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্তিতিতে দর্শকদের জন্য লটারির ড্র অনুষ্টিত হয়। ড্র অনুষ্টানের পূর্বে ইলিয়াস কাঞ্চনে বক্তব্য রাখেন এবং দর্শকদের অনুরুধে একটি গান গেয়ে শুনান। লটারির ১ম স্থান মিলান ঢাকা-ঢাকা মিলান এয়ার টিকেট বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ইলিয়াস কাঞ্চন ও সুজানা।
বর্ষবরণ অনুষ্টান যাদের কারণে সফল ও সার্থক হয়েছে মনচা সেন্টার ক্লাবের শাহ আমানত উল্লাহ রাজু, শাফায়েত হোসেন, আল আমিন,সর্দার রুমেল, সাইফুল মুন্সী, আকাশ, রনি, মহসিন।