পালেরমোয় ছুরিকাঘাতে এক বাঙালির মৃত্যুতে এলাকায় প্রতিবাদ

নাজমুল হোসেন (মিলান থেকে): ইতালির পালেরমোয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক বাঙালি প্রবাসীর মৃত্যুতে ফুসে উঠেছে স্থানীয় বাংলাদেশীরা। সুষ্ঠ তদন্ত ো বিচারের দাবিতে ১৭ এপ্রিল বুধবার বিকাল ৫ টায় পালেরমো সেন্ট্রালে প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় ইতালিয়ান কিছু তরুনদের নিয়ে প্রতিবাদ জানানো হয়। তারা জানান পালেরমো এলাকায় কিছু দুর্বৃত্তরা আছে যারা প্রায়ই এলাকায় রাতের সময় বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যা করে আসছিল.এই সব দুর্বৃত্তদের পালেরমো এলাকায় যাতে আর কোনো বাংলাদেশীদের উপর বাধা বা সমস্যা না করতে পারে,তাদের ছুরিকাঘাতে নিহত সোহাগের সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের কে গ্রেফতার করে বিচার করতে হবে,এলাকায় নিরাপদে চলাচলের ব্যবস্থা করতে হবে.বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে জানান তারা।
উল্লেক্ষ যে,গত ৫ এপ্রিল পালেরমো সেন্ট্রাল স্টেশন এলাকায় আনুমানিক রাত ১১ টার সময় দুর্বৃত্তরা সাগর হোসেন সোহাগ নামে এক বাংলাদেশীকে ছুরিকাঘাত করে.আহত অবস্থায় থাকে হাসপাতালে নেওয়া হয়.কিন্তু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে পরের দিন মারা যায়.তার দেশের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে।
প্রতিবাদ মিছিলে ছিলেন ফয়সল আহমেদ রুবেন্স,রাকিব মিয়া,মনসুর আহমেদ,হুসাইন,কামরুজ্জামান, সেবু মিয়া,তাফাজ্জুল তপু ও ইতালিয়ান ত্রে ফেব্রায়ো সংঘটনের নেতৃবৃন্দ।