কেন্দ্রীয় নেতাদের মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ভেনিস বিএনপির প্রতিবাদ সভা

নাজমুল হোসেন (মিলান থেকে): বিএনপির কেন্দ্রীয় নেতা ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম, সাংবাদিক মাহমুদুর রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ভেনিস বিএনপি প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।১৪ এপ্রিল রবিবার বিকাল ৫ টায় স্তানীয় কমিউনি হলরুমে আয়োজিত প্রতিবাদ সভায় ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তৈব্য রাখেন পাদোভা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান,ভেনিস বিএনপির সিনিয়র সহ সভাপতি রিয়াজ শরিফ,ভেনিস যুবদলের সাধারণ সম্পাদক মিশর খান.
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় নেতাদের উপর হামলা মামলা করে জেল হাজতে আটক করে রেখেছে। এসকল কর্মকান্ডের জন্য ভেনিস বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানান। দেশে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে। গ্রেপ্তার, নির্যাতন, খুন, গুম এবং মার্শাল ল দিয়েও অতীতের সরকার তাদের শাসন দীর্ঘায়িত করতে পারেননি। এই সরকারও ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। এর আগে সরকার ১৫৪ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁদেরকে রিমান্ডে নিয়ে করা হয়েছে। এ খবরে বিশ্ব এবং দেশীয় গণমাধ্যম নিন্দা জানিয়েছে।
প্রতিবাদ সভায় বক্তৈব্য রাখেন ভেনিস বিএনপির সহ সভাপতি দেওয়ান চুন্নু,ভেনিস বিএনপির সহ সভাপতি মাসুম পেদা,যুগ্ম সাধারণ সম্পাদক জে এইচ সুমন,যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আখন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বিএনপির সাংঘটনিক সম্পাদক শমশের আকবর পলাশ,সহ সাংঘটনিক সম্পাদক বিল্লাল হোসেন,অর্থ সম্পাদক কবির আহমেদ,সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা,দপ্তর সম্পাদক টিটু আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্তিত ছিলেন ভেনিস বিএনপির ও পাদোভা বিএনপির অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ।