ফ্রান্সে ইলিয়াস মুক্তি পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক এমপি এম ইলিয়াস আলীকে অবিলম্বে সুস’ অবস’ায় ফেরত প্রদানের দাবিতে ইলিয়াস মুক্তি পরিষদ ফ্রান্স এর উদ্যোগে গত ১৭ এপ্রিল প্যারীসের গার্দোনস’ অভিজাত হোটেল রয়েল ক্যাফেতে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, সরকারই এম ইলিয়াস আলীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এক বছর যাবত গুম করে রেখেছে। তাদের অগনতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে যারাই জোরালো ভূমিকা রাখছে তাদের হত্যা, গুম ও মামলা হামলা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করছে। সরকার এম ইলিয়াস আলীর মত প্রতিবাদী কন্ঠকে গুম করে রেখে একদলীয় শাসন কায়েম করতে চায়। তারা মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড বাতিল করে অবিলম্বে মুক্তি প্রদান এবং আমার দেশের প্রেস দ্রুত খুলে দেয়ার দাবী জানান। তারা আরও বলেন এম ইলিয়াস আলীকে ফিরে পেতে বিশ্ব জনমত গড়তে দেশে বিদেশে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।
তারা আরও বলেন, সব ক্ষেত্রে ব্যর্থ এই সরকার ক্ষমতায় ঠিকে থাকতে দেশে হত্যা, গুম ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের পথ বেছে নিয়েছে। কোন অত্যাচারী সরকারই রাষ্ট্র ক্ষমতায় বেশিদিন ঠিকে থাকতে পারেনি। আওয়ামীলীগ আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেনা উল্লেখ করে তারা বলেন, ১/১১ এর মাধ্যমে ষড়যন্ত্র করে যেভাবে তারা ক্ষমতায় এসেছিল এখনো সেভাবে চেষ্টা করে যাচ্ছে। আর এ কারনেই দেশের শ্রেষ্ঠ সন-ানদের গুম ও হত্যা করা হচ্ছে।
সভায় বক্তারা আরও বলেন, সিলেট বিভাগের প্রানপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে গুম করে রেখেছে । দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য এম ইলিয়াস আলী আন্দোলন সংগ্রাম করেছিলেন। বিশেষ করে সিলেটবাসীর জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করারও ঘোষণা দিয়েছিলেন। সভায় বক্তারা বলেন দেশের এই ক্রানি- লগ্নে সকল প্রকারের ব্যক্তি স্বার্থ ও দ্বিধাদ্বন্ধের উর্ধে উঠে বর্তমান এই ফ্যাসিবাদী ও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণজাগরন সৃষ্টি করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইলিয়াস মুক্তি পরিষদ ফ্রান্স এর আহবায়ক মোঃ মফিজ আলীর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য মোঃ মনোয়ার হোসেন ও কিরন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির আহবায়ক সৈয়দ সাইফুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সিরাজুর রহমান, শাহ জামাল, দেলওয়ার হোসেন সেলিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা কানু মিয়া, সাইফুল আলম, ইকবাল হোসেন জগলু, মোঃ আব্দুল মানিক, হারিছ আলী, ইকবাল হোসেন আলী, নজরুল ইসলাম, জায়েদ খান, নুরুল মিয়া, জাহেদুর রহমান, সেবুল মিয়া প্রমুখ।
পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন বদরুল আলম। সমাবেশ শেষে ইলিয়াস মুক্তি পরিষদ ফ্রান্স এর অন্যতম নেতা সাইফুল আলম এর বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি