পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোশাররফ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:: গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়া পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। আজ সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রয়টার্স জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে জামিনের আবেদন জানিয়ে প্রত্যাখ্যাত হয়ে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে উচ্চ আদালত থেকে সটকে পড়েন মুশাররফ। সেখান থেকে এসে নিজ বাসভবনেই অবস্থান নেন তিনি।
এরপর চক শাহজাদে মুশাররফের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বাসার ভেতরে থেকে মুশাররফ বিচারকদের সমালোচনা করে বলেন, তার সঙ্গে একজন দাগি অপরাধীর মতো আচরণ করা হয়েছে। রাতে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানায়, মুশাররফের চক শাহজাদের বাসভবনটিকে সাবজেল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারির সঙ্গে অন্তবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও আইনমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পাঁচ বছর পর সমপ্রতি দেশে ফেরেন পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট।