গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

গণতন্ত্রের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরুধীরা একের পর এক ষঢ়যন্ত্র করছে। ষঢ়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ মন্তব্য এ্যাডভোকেট রনজিত সরকারের। গত ১৬ এপ্রিল বিকেলে নিউপোর্ট যুবলীগ আয়োজিত সম্বর্ধনা সভায় সাবেক ছাত্র নেতা ও সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসছে সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী এ্যাডভোকেট রনজিত সরকার একথা বলেন। তিনি বলেন ধর্ম ব্যাবসায়ী জামাত-শিবির ও তাদের দোষররা নতুন করে দেশ ও জাতির বিরুদ্ধে ষঢ়যন্ত্র শুরু করেছে। এই গোষ্টী মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংশ করতে মরিয়া হয়ে উঠেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নিউপের্টের স্থানীয় একটি রেষ্টুরেন্টে নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফী কাদিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি শেখ তাহির উল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মনসুর আহমদ মকিস। সভায় বক্তব্য রাখেন আব্দুল হান্নান, মনাফ মিয়া, প্রজন্ম-৭১ নিউপোর্ট শাখার সভাপতি বেলায়েত হোসেন খান, সাবেক ছাত্র নেতা মহিবুর রহমান, সাবেক ছাত্র নেতা খফরুল ইসলাম, আনহার মিয়া, আব্দুর রউফ, বাবুল মিয়া, নজরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন দেশকে এগিয়ে নিতে হলে রনজিত সরকারের মতো ত্যাগী দেশপ্রেমিকদের প্রয়োজন।