আওয়ামীলীগকে আবার নির্বাচিত করুন তাহলে দেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে — এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আওয়ামীলীগকে আবার নির্বাচিত করুন তাহলে দেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। আওয়ামীলীগ ক্ষমতায় এলে গ্রামাঞ্চলের জনসাধারণের ভাগ্যের উন্নয়নত হয়। কৃষি শিক্ষা ও যোগাযোগ ব্যবয় ৪ বছরে যে সফলতা অর্জিত হয়েছে ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। বিগত দিনে বিএনপি সরকার ক্ষমতায় এসে উন্নয়নের নামে লুটপাট করেছে। তারা বিদেশে কোটি কোট টাকা পাচারে ব্যবস’া ছিলো। দেশের জনগণের কাছে তাদের অপকর্ম ধরা পড়ায় বর্তমান সরকারকে ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে ক্ষমতায় বসিয়েছে। তাই দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে তা দেশের জনগণ ভুলবে না। তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করবো বলে দেশের সাধারণ জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছি। জনগণের কাছে দেয়া ওয়াদা পূরনের জন্য আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি ইতোমধ্যে তাদের কয়েক জনের রায়ও হয়েছে। আমাদের সময়েই তাদের সকলের বিচার হবে। বিএনপি জামায়াতের মতোই হেফাজতে ইসলাম যুদ্ধাপরাধীদের বাঁচাতে মাঠে নেমেছে। তারা জামায়াতের সুরেই কথা বলেছে। এদেরকে প্রতিহত করতে হবে। তিনি গত ২০ এপ্রিল শনিবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের জাঙ্গাইল বাজারে আওয়ামীলীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।
প্রবীণ আওয়ামীলীগ নেতা বিশিষ্ট মুরব্বী শাহ নূর মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার মিয়া এবং ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ এর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সহসভাপতি মোঃ আলী আজগর, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ জাহান আহমদ, কান্দিগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন, জমশিদ আলী, তৈয়বুর রহমান, তবারক আলী, আলা উদ্দিন সুমন, রুহুল আমীন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল হক, মোঃ তুতা মিয়া, জেলা যুবলীগ নেতা এসএম সায়েস-া তালুকদার, সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কাচা মিয়া কচির, যুবলীগ নেতা কয়েস আহমদ, বাবুল মিয়া, ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ, রুমান আহমদ, এমাদ উদ্দিন, মনসুর, দুলাল, মিলাদ, কালা মিয়া, ফয়েজ, লায়েক, জাবেদ, সাবের, আলিম উদ্দিন প্রমুখ।
এদিকে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনকে সভাপতি তবারক আলীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জাঙ্গাইল ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান অতিথিবৃন্দ।