মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে অস্ত্র !
মৌলভীবাজার অফিস : মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্তবর্তী উপজেলাগুলো দিয়ে আসছে অস্ত্র। জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র। সঙ্গে আসছে ফেনসিডিলসহ নানা ধরণের মাদকদ্রব্য। সীমান্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়লেখা উপজেলার বোবারথল, বিওসি এবং জুড়ীর ফুলতলা-রাঘনা, বটুলী ইমিগ্রেশন, রাজকী, বিরইনতলা, মোকামবাড়ী, বড়ইতলী, গোয়ালবাড়ীসহ সীমান্ত এলাকা দিয়ে সম্প্রতি অবৈধ অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভারত থেকে বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্য বাংলাদেশে অবাধে প্রবেশ করছে। সম্প্রতি বিজিবি’র ৪১ ব্যাটালিয়ান সদস্যরা প্রায় ২ লাখ টাকার কাপড় আটক করে। এছাড়াও বড়লেখার সীমান্ত এলাকা দিয়ে সম্প্রতি অবৈধ আগ্নেয়াস্ত্র আসে। এ ঘটনায় জুড়ী উপজেলার জনৈক ইউপি সদস্যকে আটক করলেও রহস্যজনক কারণে পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দেয়। এসব ছাড়াও প্রায় প্রতিদিনই জেলার সাত উপজেলার সবক’টি সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে নেশাজাতীয় দ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং কাপড়, কসমেটিক্স ইত্যাদি।
সূত্র জানায়, বড়লেখার বোবারথল, ডিমাই এবং জুড়ীর ফুলতলা পুরো ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় ভারতীয় অপরাধীরা বাংলাদেশের পাহাড়গুলোতে আশ্রয় নেয়। পরে বিভিন্ন স্থানে যাতায়াত করে এবং তাদের নিয়োগকৃত চোরাকারবারীদের মাধ্যমে বোমা, অস্ত্র, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হুইসকিসহ বিভিন্ন অবৈধ মালামাল ভারত থেকে এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করছে।
এ ব্যাপারে বিজিবি’র সিলেট বিভাগীয় কমা-ার লে: কর্ণেল খালেদ মাহমুদ জানান, অবৈধ অনুপ্রবেশ এবং বিভিন্ন প্রকারের মালামাল ভারত বাংলাদেশে অবৈধভাবে যাতায়াত বন্ধের জন্য কড়া নিরাপত্তা অব্যাহত আছে। কিন্তু সীমান্তবর্তী বিজিবি কোম্পানী কমা-ারদের বলা হবে টহল আরও জোরদার করার জন্য।