বড়লেখার ব্যবসায়ী ৯ দিন ধরে নিখোঁজ
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌর শহরের ব্যবসায়ী অবনী সরকার গত ১২ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গত ১৮ এপ্রিল বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সূত্র জানায়, ব্যবসায়ী অবনী সরকার গত ১২ এপ্রিল সকালে ভৈরব থেকে চানাচুর, মশার কয়েলসহ বিভিন্ন ধরণের দ্রব্যাদি ক্রয়ের জন্য বাড়ি থেকে রওয়ানা হন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
বড়লেখা পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী জানান, পৌর শহরের হাটবন্দ গ্রামের বাসিন্দা অবনী সরকার একজন ুদ্র ব্যবসায়ী। তিনি শহরের বিভিন্ন দোকানে চানাচুর, মশার কয়েলসহ বিভিন্ন ধরণের দ্রব্যাদি পাইকারি দরে বিক্রি করেন। এসব মালামাল তিনি ভৈরব থেকে ক্রয় করে বড়লেখায় বিক্রি করতেন। তিনি নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে না পাওয়ায় ১৮ এপ্রিল রাতেই তার স্ত্রী স্বপ্না সরকার বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (নং-৭১৭) করেন।