২৯ এপ্রিলের মধ্যে ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে ৩০ এপ্রিল সিলেটে হরতাল
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল, ২০১৩ ৫:৩২ পূর্বাহ্ণ | সংবাদটি ৫২৭ বার পঠিত

স্টাফ রিপোর্ট : বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ৩০ এপ্রিল সিলেট মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর বিএনপি।
রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টে মহানগর বিএনপির সমাবেশে এ ঘোষণা দেন মহানগর সভাপতি এমএ হক।
মহানগর বিএনপির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম জানান, ৩০ এপ্রিল কেবল সিলেট মহানগরে হরতাল পালিত হবে। তিনি জানান, ইলিয়াস আলীর সন্ধান না দেয়ায় এ হরতাল ডাকা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ডা. শাখাওয়াত হাসান জীবন, মহানগর বিএনপি নেতা নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী, এমদাদ আহমদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল নেতা কামাল হোসেন।