হকার-ব্যবসায়ী সংঘর্ষ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্ট : নগরীর কোর্ট পয়েন্টে ব্যবসায়ী-হকার-পুলিশ ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোতয়ালী থানার সহকারী কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই মুবাশ্বির এর সত্যতা নিশ্চিত করেছেন। রোববার মধুবন মার্কেটের ব্যবসায়ীদের সাথে পুলিশ প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিকে, সিলেট চেম্বারেও এ নিয়ে বৈঠক হয়েছে। কোতয়ালীর থানার সেকেন্ড অফিসার তদন্ত কমিটি গঠনের কথা স্বীকার করে বলেন, কমিটি তিনদিনের মধ্যে রিপোর্ট দেবে। কমিটির রিপোর্টের ওপর দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এদিকে, চেম্বারের বৈঠকে আগামী শনিবার সিলেটের সকল মার্কেট কমিটি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আরেকটি সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। মধুবন মার্কেটের ব্যবসায়ীদের উপর হকারদের হামলার প্রতিবাদে রোববার বিকালে চেম্বার কনফারেন্স হলে সিলেটের বিভিন্ন মার্কেট কমিটি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি জনাব জিয়াউল হক। সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। পাশাপাশি শহরের প্রত্যেকটি রাস্তা থেকে হকারদের উচ্ছেদের দাবী জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি হাজী ইফতেখার আহমদ সোহেল, পরিচালক ও বাজার সাব কমিটির আহবায়ক নুরুল ইসলাম, সিলেট চেম্বার ও এফবিসিসিআই এর পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ, পরিচালক খন্দকার সিপার আহমদ,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ লায়েছ উদ্দিন,এজাজ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী,এনামুল কুদ্দুছ চৌধুরী,মোঃ ওয়াহিদুজ্জামান ভূট্টো, মাসুদ আহমদ চৌধুরী, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মোঃ মকন মিয়া, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তুরন মিয়া, জনাব মোঃ মতচ্ছির আলী, অধ্যাপক আলতাউর রহমান, নাজমুল হক, মোঃ এহছানুল হক তাহের, মোঃ আলেক মিয়া, রাসেল আহমদ, জ আব্দুস সামাদ তুহেল, জনাব মোঃ কয়ছর আলী, এইচ এ তফাদার রুহেল, মোঃ সেলিম উদ্দিন চৌধুরী, মোঃ আতিকুর রহমান, হাজী মোঃ আব্দুর রহিম,এখলাছুর রহমান চৌধুরী মুবিন,আব্দুর রকিব শিকদার, মোঃ জাবেদুর রহমান,মোঃ রইছ আলী,মোহাম্মদ আব্দুল আহাদ, মোঃ বদরুল আলম জামান, সাজ্জাদুর রহমান আলতা প্রমুখ। প্রসঙ্গত, গত শনিবার নগরীর কোর্ট পয়েন্টে গেঞ্জি কেনাকে কেন্দ্র করে মধুবন মার্কেটের ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। পুলিশ এ সময় টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।