ঢাকা মহানগর দায়রা জজ আদালত রোববার ছয়টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের এবং পাঁচটি করে মামলায় যুগ্মমহাসচিব বুলু এবং ছাত্র বিষয়ক সম্পাদক এ্যানির জামিন আবেদন মঞ্জুর করে।
জামিনের নথি কারাগারে পৌঁছানোর পর সকালে তাদের মুক্তি দেয়া হয়। কারাগারের বাইরে বিএনপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
মওদুদ, বুলু, এ্যানি মুক্তি পেলেও রোববার বিএনপির অপর সাত শীর্ষ নেতার জামিন আবেদন খারিজ করে দেন মহানগর দায়রা জজ জহুরুল হক।
এই সাত নেতা হলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী এবং যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তাদের জামিন আবেদন নাকচের পর মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।
উল্লেখ্য, গত ২ ও ৬ মার্চ পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগে এই ১০ বিএনপি নেতার বিরুদ্ধে পল্টন থানায় চারটি, রমনায় দুটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা করে পুলিশ।
বিএনপির শীর্ষ নেতারা গত ৭ এপ্রিল হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের আবেদন নাকচ করেন কারাগারে পাঠান। এরপর গত ৯ এপ্রিল তারা দায়রা আদালতে এই জামিনের আবেদন করেন।