শান্তিপুর্ণভাবে চলছে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘন্টার হরতাল

ডেস্ক রিপোর্ট:: শান্তিপুর্ণভাবে চলছে কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘন্টার হরতাল। হরতালে এখন পর্যন্ত কোনপ্রকার গোলযোগের খবর পাওয়া যায়নি। সকালে ঝটিকা মিছিল সড়কে টায়ায় জ্বালিয়ে অবরোধ ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে ছাত্রশিবির।
সকাল ৬ টায় নগরীর পাঠানটুলা এলাকায় ঝটিকামিছিল বের করে শিবিরকর্মীরা। এসময় তারা টায়ার জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করে ও কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটনায়।
সকাল সাড়ে ৭ টায় জিন্দাবাজার এলাকায় হরতালে সমর্থনে মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। এছাড়া ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও যুবদল একই এলাকায় মিছিল বের করে।
নগরীতে বিচ্ছিন্নভাবে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালে সিলেট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন বাস। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, হরতাল শন্তিপুর্ণভাইে চলছে । কোথাও কোন ধরনের অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নগরবাসীর নিরাপত্তায় গুরুত্বপূর্ন পয়েন্টে মোতায়েত করা হয়েছে অতিরিক্ত পুলিশ। স্টাইকিং ফোর্স হিসাবে মাঠে রয়েছে বিজিবি। পাশাপাশি টহল দিচ্ছে র্যাব।