জাপান ফান্ড এ জন্য ২০ লাখ ডলারর অনুদান দেবে। বাংলাদেশ সরকার দেবে ৪ লাখ ২০ হাজার ডলার। এ অর্থ দিয়ে আগামী ৩ বছরে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য দেশের কয়েকটি জেলার ১২ হাজার কৃষক পরিবার বাছাই করা হবে।
সোমবার ঢাকা এডিবি কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় প্রতিবছর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তাদের ক্ষতি পূরণের জন্য তেমন কোনো উদ্যোগ না থাকায় তারা অসহায় হয়ে পড়ে। প্রকল্পটি এডিবির চলমান ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের সাথে যুক্ত হবে এবং একত্রে বাস্তবায়িত হবে।