মেধার বিকাশে সরকার সবকিছুই করবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পড়াশুনার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ সরকার সাংস্কৃতিক বিকাশের ওপরও গুরুত্ব দিয়েছে। মেধা বিকাশ ও মেধাচর্চায় যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তার সবই করবে।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ ২০১২ এ তিনি এসব কথা বলেন।
এ সময় মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি হিসাবে দেশ সেরা ১২ শিক্ষার্থীর হাতে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের হাতে এক লাখ টাকার চেক ও সনদ তুলে দেন তিনি। পরে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় নির্বাচিত ৮৪ শিক্ষার্থীর হাতেও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
দেশে প্রথমবারের মত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় মাধ্যমে জাতীয়ভাবে সেরা এই ১২ মেধাবীকে নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয়।
শেখ হাসিনা বলেন, এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের সোনার ছেলেমেয়েরা জাতির কর্ণধার। তারা সোনার বাংলা হেসেবে দেশকে বিশ্বের দরবারে হাজির করবে।
তিনি বলেন, শুধু ছাত্র-ছাত্রী নয় শিক্ষকদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। বিজ্ঞান প্রযুক্তির যুগে অনলাইনের মাধ্যমে সকল তথ্য পাওয়া যাচ্ছে। দেশবাসীকে বিশ্বের খবর জানার জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে সুযোগ দিয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে অগ্রসর হওয়ার লক্ষ্যে আরো বেশি সুযোগ তৈরি করে দেয়া হবে।